শিবাজী সান্যাল
প্রবাহমান সময়ের পায়েও জড়ায় গুল্ম লতা
দিনশেষে অস্তাকালে। অপেক্ষার কাহারবা
সুনীল অঙ্গনে। সুরে মিলে জাগে অজানা কম্পন
ঘড়ির কাঁটার অবিরাম শব্দছন্দে পথ চেয়ে থাকা
প্রেমের গ্রন্থি চিরকাল একই অনুভবে রাঙা।
পার হয়ে যায় জোনাকি সন্ধ্যা
জানালায় রাতের শহর আলো আঁধারি
ঘরের মাঝে অস্থির নীরবতা
বাজেনি বেল, তবুও বারবার দোর দেখা
বাড়লে প্রহর হাত জোড় করে শুধুই
অনন্ত প্রার্থনা।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন