• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শঙ্খের নীল ঠোঁট

প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৮:৫৭ পিএম

শঙ্খের নীল ঠোঁট

মতি গাজ্জালী

ওখানে নির্জন রাতের বেহুলাসময়ে মৃত শঙ্খখোলে নীল ঠোঁটে 
বাতাস গুমরে ওঠে আর করুণ সুরে শিস দিয়ে যায় আমার অবেলায়--

কে খেলায় এমন নিষ্ঠুর খেলা করে অবহেলা-- আমিও তো রাজা বা রানীর মতো মানুষ--
বেহুঁশ হয়ে দিগ্বিদিক ছুটি, উদভ্রান্ত পায়ে বিক্ষুব্ধ ছুটি, তবুও কেউ নেই--
অথচ সবাই আছে রাজার দেউলিয়ানা খেলায় মজে--
কে আর খোঁজে অপাংক্তেয় এই জীবনের মানে, এইখানে, শ্মশানে কিংবা গোরস্থানে। 

শঙ্খ ক্লান্ত, তবুও বাতাস হয় না ক্ষান্ত, হয় না পরিশ্রান্ত--
পরন্ত এই জীবনের সাতকাহন সকলের কাছেই যেন অপ্রয়োজন, তবুও
জীবনের মধুর সুর শোনার কতোই না করে চলেছি আয়োজন---

শঙ্খঠোঁট ক্ষয়ে যাও-- ভেঙে যাও-- বিলিন হয়ে যাও--
ফিরায়ে নাও কালের বিভীষিকাময় সময়-- এই বিফল পৃথিবী থেকে--
সত্য সুন্দর যদি বা নাই থাকে-- কী আর হবে মৃতপ্রায় এই বেঁচে থেকে--
এখনও মন বলে-- কোথাও আলো আছে কোনো এক অদৃশ্যলোকে।

এই আশাবাদও দিও না মুছায়ে-- মনের অমৃতলোকে--
আর্কাইভ