তৃপ্তি রায় চৌধুরী
তাতান সোনা দুষ্টু ভারি
ভীষণ করে বায়না
চকোলেট, কেক, বিস্কুট খায়
ভাত খেতে সে চায় না।
সমস্ত দিন তার পিছনে
কেবল ছুটোছুটি
পড়ার বই হাতে পেলেই
করবে কুটিকুটি।
লেখাপড়া মুখস্থ তার
শুধুই মুখে মুখে
আধো বুলির পড়া শুনে
সেলামটা দিই ঠুকে।
তাতান সোনা মিষ্টি ও যে
সবাই ভালোবাসে
দাদুর কোলে উঠতে পেলেই
খিলখিলিয়ে হাসে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন