• ঢাকা বৃহস্পতিবার
    ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ফিরে দেখা বিবর্ণ লিপি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১২:৩৮ এএম

ফিরে দেখা বিবর্ণ লিপি

মোহাম্মদ আলী

কোন এক বেলাভূমে কাটা-কাটা আনমনা- আঁচড়ে 
এক নবতীপর বৃদ্ধার সংবর্ত-
ধূসর কেশের মতো হিজিবিজি 
কি একটা লিখেছিলাম, 
বোধ করি মাতাল হাওয়াটা-

সেদিন বুঝতেই পারেনি 
কি যে ছিল তার অশনি শিসে
প্রচণ্ড বাউরি মত্ততায় মুছে দিয়ে যায় সে লেখা

অনেক কাল বাদে বুঝেছিলাম;
এরপরেও কতই তো লিখা হলো গান
দেয়া হলো সুর 
গীত হলো বনভূমির লতা-পাতার-
শিরা-উপশিরায়, 
যেন শীত-প্রতুষ্যের শিশির ঝরা 
রাগ-ভৈরবীর ভেজা-ভেজা গুমরে ওঠা
কান্নার প্রলম্বিত কোন
বিধূর ব্যঞ্জনা  

পৃথিবী এখন খোলস ছেড়েছে 
নতুন পৃথিবী আজ আমায় চেনে না 
আমিও তাকে চিনি না,
অবিকল আকাশ-মাটির মতো
অন্তহীন দূরত্ব থেকে
একে-অপরকে দেখি কেবল নিষ্পলক চোখে।
আর্কাইভ