• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

স্মৃতির অ্যাকুইরিয়াম ও অতঃপর জীবন এবং

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০৫:৫১ পিএম

স্মৃতির অ্যাকুইরিয়াম ও অতঃপর জীবন এবং

এশা মল্লিক

স্মৃতির অ্যাকুইরিয়াম

অন্ধ বাতাস উড়িয়ে দিচ্ছে ধুলো,
ব‍্যালকনিতে নেই বৃষ্টির ছিটেফোঁটা;
কাঁচের সাঁড়শিতে লেগেছে রক্তের দাগ,
কতদিন লিখি না সন্ধ্যানকালীন কবিতা!

চতুর্দিকে চলছে কুয়াশা মাপার অভিপ্রায়;
সম্পর্করা আজ শ‍্যাওলার দেওয়ালে খাবি খায়!
ভুলে ভরা জীবন সঁপেছে মৌন উত্তেজনায়!

স্মৃতিরা ঘুমন্ত কাঁচের অ‍্যাকুইরিয়াম খোঁজে,
বেদনার পাল্লা ভারি করতে আসে গাঙচিল!


অতঃপর জীবন এবং

জীবনের অধ‍্যায় যখন আশঙ্কার অশনি সংকেতে পরিচ্ছেদ,
তখন রঙিন সুতোয় স্বপ্ন উড়িয়ে
শূন্যে হাঁটা; কেমন জীবন?

হে পরোয়ার দেগার, তুমি কী দেখতে পাও
এ কান্নাভেজা করুণ আঁখি আমার
আপন পৃথিবীর অঙ্কশূন্য থলে;
আঘাতের নদী শুকিয়ে- বালুচরের তলদেশে তলিয়ে;
হৃদয়ের প্রতিটি স্তরে জমেছে আগাছা;
আগাছার বেড়াজালে ফুঁপিয়ে কাঁদে একটি গোলাপ
এবং..

আরআই/এএল

আর্কাইভ