মতি গাজ্জালী
সাধু কথা অনেক হয়েছে- নতুন আর কী লেখা হবে,
পুরনো সেই বাণীগুলো বাসি হয়ে পড়ে আছে মানুষের মনের ভাগাড়ে-
আহা রে মানুষ! ফিরবে না আর হুঁশ।
এমন নির্মল বায়ু- শেষ করে দিয়েছি তার আয়ু।
জীবনের অপর নাম যে পানি- তার মর্যাদাও করেছি হানি-
মানবিক কথা আর মূল্যবোধ শেখাতে কেন আর এত টানাটানি,
মানুষ এসেছে মানুষ হওয়ার জন্যে নয়- আজীবন টানবে দুঃখের ঘানি।
মাতৃহৃদয়সম সবুজ এই ধরণী, কী না দিয়েছে মানুষের তরে?
সেই মানুষ খাবলেখুবলে খেয়েছে ধরিত্রী। মেরেকেটে পাঠাচ্ছে গোরে-
মানুষের মানুষ হওয়া দূরে- হনুজ দূরে-
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন