রশ্মিতা দাস
হাজারও মুখোশ সাজানো এই জীবন মেলার তটে,
আমি শুধুই "মুখ" এর খোঁজে ফিরি অলীক ঘাটে।
চাকচিক্যের সবুজ জরি ধরণীজুড়ে ছাওয়া,
আমি শুধুই খুঁজি ক্লোরোফিল, ঢুঁড়ে দখিনা হাওয়া।
পিচ ঢালা এই সড়কজুড়ে বৈভবের উৎসবে,
আমি শুধুই মাটি খুঁজি নিশ্চুপে..নীরবে..
স্বার্থের তবকে মোড়া চিকন হাসির ভীড়ে,
আমি শুধুই কলিজা খুঁজি গহীন আঁখি-নীড়ে..
রূপের রঙিন কর্ম পাত্র পথের দু’ধারে সাজে,
আমি তৃষ্ণায় ঝরনা-পানি খুঁজি বারিষে ভিজে।
কংক্রিটের এই জীবন গাঁথায় হৃদয় ভেজে রক্তে,
আমি শুধুই খুঁজি ঔষধ রক্তের ধারা রুখতে।
ঝুটোমুক্তোর মালা হাতে দাঁড়িয়ে সাগর পারে,
আউল বাউল ক্ষ্যাপার মতো ঢেউয়ের এ দরবারে
খুঁজে চলি শুভ্র মুক্তো শিলায় লুকিয়ে রোদন,
"ক্ষত"য় লিখে জীবন গাঁথা খুঁজি প্রাণের বোধন..
আরআই
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন