• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ভালোবেসেছি তোমাকে

প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৮:৩৯ পিএম

ভালোবেসেছি তোমাকে

ড. হামিদা বানু

যদিও রাত্তির 
তোমাকে দেখতে যাবো বলে
পাতাসবুজ পাড়ের ঘাস রঙ শাড়িটা পরলাম--
আমার প্রিয় শাড়ি- গোনা গাঁথা ক'বারই বা পরেছি!
এখন তেমন উপলক্ষ্য আসেনা।
পুরোনো ধুসর, আবার একই রকম কিনেছি, 
আমার প্রিয় শাড়ি-
প্রিয়তর হয়ে থাক হৃদয়ের তাকে

তবু আবার মলিন হয়ে গেছে
কোনো কিছুই তুলে রাখা যায় না,
বিবর্ণ ফিকে ম্লান হয়ে আসে সময়ের সাথে সাথে।

ছোট্ট তুমি মাত্র কদিনের 
তবু কতো ঋজু আত্মবিশ্বাসে বলীয়ান
জানি একদিন বিশাল বটবৃক্ষ হয়ে ছায়া দেবে
পিতা পিতামহ, প্রপিতামহ
পূর্ব পুরুষদের আঙ্গিনায়, তেমনি
অধ্স্তন স্তর বিন্যাসে ক্রমান্বয়ে নেমে যাওয়া
আমিও ছোট্ট শিশুটিকে বুকে আগলে রাখি
বলি, ভালোবেসেছি তোমাকে জন্মের আগেই।

আরআই
আর্কাইভ