• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পথে থেমো না

প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০২:১৩ এএম

পথে থেমো না

পদ্মা বোস

এই পৃথিবীতে তুমি কিছু নিয়ে আসোনি, তুমি কিছু নিয়েও যেতে  পারবে  না। জন্ম থেকে মৃত্যুর মধ্যবর্তী যে রাস্তা ধরে তুমি হাঁটছো, সেই রাস্তায় তোমার সঙ্গে অনেকেরই দেখা হবে,পরিচয় হয়ে যাবে, কাঁধে হাত রাখার মতন সম্পর্ক হয়ে যাবে,আবার তোমাকে একটু পর সেইসব মানুষ, সম্পর্ক হারাতেও হবে। আমাদের সবার গন্তব্য

এক হলেও- সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা সবার এক না। একেকজন একেক পথ ধরে হাঁটতে হাঁটতে যার যার গন্তব্যে পৌঁছে  যায়। যখন তোমার পাশাপাশি হেঁটে যাওয়া পথিক হুট করে তোমার সঙ্গে হাঁটা বন্ধ করে দেবে, তখন বুঝে নেবে  তার গন্তব্যে পৌঁছাবার পথ আর তোমার পথ এক না।

জীবন নিয়ে দার্শনিক হওয়া জরুরি না, তবে জীবনের প্রতি সামান্য বোধ থাকা ভালো। যখন একের পর এক মানুষ তোমাকে ছেড়ে যাবে, তখন সেই ছেড়ে যাওয়াকে সহজভাবে নাও। মনে রেখো, তুমি নিজেও সবাইকে  সঙ্গে নিয়ে গন্তব্যে পৌঁছবে না। বরং গন্তব্যে পৌঁছানোর জন্য তুমি অনেককেই ছেড়ে যেতে বাধ্য হবে।

অনেককেই দেখি, পাশাপাশি হেঁটে যাওয়া পথিক হারিয়ে গেলে রাস্তায় দাঁড়িয়ে যায়। অপেক্ষা করে, বারবার পেছনে ফিরে তাকায়,অপেক্ষা করতে করতে যখন দুপুর শেষে সন্ধ্যা হয়ে আসে, তখন অন্ধকারে ভয় পায়, ইচ্ছা থাকলেও হাঁটবার সাহস পায় না। এই অন্ধকার পর্যন্ত তুমি কারো জন্য দাঁড়িয়ে থেকো না, আলো থাকতে থাকতেই বাড়ি ফিরে যাও, গন্তব্যে পৌঁছাও, গন্তব্যে পৌঁছানোই এই জীবনের উদ্দেশ্য। তাতে একা যাওয়া আর দোকা যাওয়ার ভেতর এক্সট্রা কোনো বেনিফিট থাকে না। কারো চলে যাওয়াতে পেছনে তাকিয়ে থেকে লাভ নেই, পেছনে কেউ নাই, তোমার পাশাপাশি যে ছিল সে নাই মানে- সে পাশের কোনো এক রাস্তা ধরে হাঁটছে ,তারও প্রচুর তাড়া, গন্তব্যে পৌঁছানোর তাড়া।

পথ অতিক্রম করার সময় পথিকের জন্য মায়া কোরো না,পথিক থাকবার জিনিস না। পথিক কেবল যাত্রা পথের সাময়িক একজন সঙ্গী,আমাদের সবাইকেই গন্তব্যে পৌঁছতে হবে,কারো সঙ্গে কারো পৌঁছানো বাধ্যতামূলক না,জীবন যার যার,তার তার।

আর্কাইভ