• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ওরা নয়তো ঠিক পাশাপাশি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০৫:৫৩ পিএম

ওরা নয়তো ঠিক পাশাপাশি

অমিতাভ শুর

ভালোলাগা ভালোবাসা
শুনে তারে মনে হয় বড় কাছাকাছি, 
প্রতিবেশী হলেও ওরা সমান্তরালে, 
নয়তো ঠিক পাশাপাশি।

ভাললাগা পার্থিব, 
তারে দেখা যায় ছোঁয়া যায় 
আছে লেনদেন, 
সে করে উদর পূরণ কিংবা ক্ষরণ ।

ভালোবাসা অপার্থিব, 
স্বর্গীয় সুন্দর সে, 
তারে যায় না দেখা যায় না ছোঁয়া 
তারে বোঝা যায়।

অপার আনন্দতায় আছে বিকিরণে, 
দানে ধ্যানে প্রেমে যত সুগন্ধ ছড়িয়ে।
সেখানে শুধুই জয়, নেই ভয়, 
নেই সেখানে কোনো পরাজয়।

আরআই
আর্কাইভ