• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

রিনি-ঝিনি-কিঙ্কিনি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০৬:৩৭ পিএম

রিনি-ঝিনি-কিঙ্কিনি

প্রদীপ কুমার বিশ্বাস

হাসলে তুমি জোছনা ঝরে
হাসলে তুমি বৃষ্টি হয় 
হাসলে তুমি মুক্তমালা,
আলোর পরশ ধন্য হয়
হাসলে তুমি খুশির লহর
মনটাজুড়ে ব্যপ্ত হয়!

হাসলে তুমি মন কেমনেও
আমায় সুখে হাসতে হয় 
দৃষ্টিপুরে লুকিয়ে থাকা
 বৃষ্টি ভিজে শান্ত হয়
 শরীরজুড়ে হাসির ঝলক
 পাহাড়পুরে কান্না হয় 

 হাসলে তুমি,আসলে তুমি
 পাখিরা গানে মুখর হয় 
 বারানদাতে রোদ সোনাটা
 চায়ের কাপে দৃশ্য হয় 
 ঠোঁট ছুঁইয়ে চায়ের কাপে
 তোমার হাসি মিষ্টি হয় 
 হাসতে থেকো,তুমিই জানো--
কেমন করে হাসতে হয়!

 মিষ্টি হাসি নীল আকাশে
নীলকণ্ঠ পাখির মুখ
নীল বসনা মেঘ বালিকার
অধরজুড়ে বৃষ্টি সুখ!

 শিশির সুখে ঘাসের মুখে
 সবুজ হাসির ঝলকানি 
 হাসির পরশ সবুজ সরল
 গাছপালাদের মুখখানি!
 গেরুয়া রঙিন নদীর স্রোতে
সাগর ছোঁয়ার ব্যস্ততা
সাগর সুখে ঢেউয়ের মুখে হাসি উল্লাস ব্যগ্রতা!
  
হাসতে থাকা গোপন রাখা
 দুখ কষ্টের যন্ত্রণা 
শান্তি সুখের কল্পনা রঙ 
   মিষ্টি হাসির সান্ত্বনা!

   ছায়া
..............
 কেমন করে ধরতে পারি?
 কেমন করে ছুঁতে?
আমার আমি মন কেমনেও
   বড্ড খুঁতখুঁতে!

   ছায়া সঙ্গে চলতে থাকে
   ভীষণ মাতাল যেন;
 কুছ পরোয়া করেই না সে
   তুচ্ছ আমি কেন?

 পায়ের চাপে মারতে চেয়ে
 পা চালিয়ে দেখি,
কোথায় গেল? কোথায় পাজি?
 পেছন পানে একি!

 আমার আমি ওই ছায়ার 
 মতোই জানো;
 যায় না ধরা আপন করা
 সত্যি বলছি মানো!

খুঁজতে থাকি পেলাম নাকি,
অরূপ রতন আমি 
 মিথ্যা হয়ে সত্যি গোপন 
 শয়তানী পাগলামি।

 নেই আমি নেই, কোনো দিনই
মন অবয়ব দর্পণে পালিয়ে গেছি হারিয়ে গেছি
   ভালোবাসার রঙ

আর্কাইভ