• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

অভিযাত্রী

প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ০৩:৫৯ পিএম

অভিযাত্রী

আখতারুজ্জামান সেলিম

তোমাকে খুঁজেছি আমি তপ্ত দুপুরে
ক্লান্তি শেষ হলে পরে

বিকেল দিয়েছে লিখে চাঁদের ঠিকানা। 
আকাশের নীলিমায় কী আছে জানি না 
মেঘের ওপরে থাকে গাঢ়তর মেঘ
পুঞ্জিভূত থরে থরে তীব্র আবেগ 
কে নাকি  চাবুক মারে মেঘেদের রথে
ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে পৃথিবীর পথে। 
তবু খরা থেকে যায় মরুভূমি 'পরে
জলের অভাবে ভোগে তপ্ত বালুঝড়ে।
তারপর পথে হাঁটা, পথহীন পথে
দিশেহারা কোনো এক পথিকের সঙ্গে
পথ শুধু জানে তার পথের ঠিকানা 
যাপিত জীবন থাকে অনেক অচেনা।

আরআই/এএল
আর্কাইভ