• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বেলাশেষে

প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৯:২০ পিএম

বেলাশেষে

তৃপ্তি রায় চৌধুরী

বেলাশেষে দেখো সূর্যের আলো ম্লান
যেন সাজানো স্বপ্নগুলো করছে গাত্রোথ্থান। 

বেলা শুরুতে পূর্ণ ছিল স্বপ্নের ডালা
সূর্যটাও ছিল তখন ঠিক গোলাপী থালা। 

ঠিকরে বেরোনো কত আলোর বিচ্ছুরণ
ভরে দিয়েছিল যেন শূন্য প্রাণ, মন। 

হও না ভোরের কুয়াশার মতো অস্থায়ী
সূর্য উদয় হলেই যে 
তার বিদায়ী। 

বেলাশেষে ম্লান সূর্যের সঙ্গে ফিকে স্বপ্নগুলো
দেখো হাত বাড়িয়ে, সব হয়ে গেছে ধূলো। 

গোধূলির সূর্যটা চেয়ে দেখো
ওর ভাষাগুলো...
তোমার গভীর দৃষ্টি দিয়ে পড়ে দেখো। 

বেলা শেষ কিনারায় সে ধরেছে রক্তিম সাজ
চলে যাওয়ার কষ্ট প্রত্যেহ সয়ে যাওয়াই তার কাজ।
 
আবার নিশি পোহালে হবে আগমন গোনা 
আবার নতুন দিন 
নতুন, স্বপ্ন রচনা।
আর্কাইভ