পদ্মা বোস
একই সঙ্গে হেঁটেছিলাম অনেকখানি পথ,
চেষ্টা করেও হয়নি বলা সুপ্ত অভিমত।
নদী এলো, ঝরণা এলো, পাগল হলো হাওয়া,
জোৎস্না মেখে মাতাল হয়ে এক সঙ্গে গান গাওয়া--------
চায়ের থেকে মাথার বালিশ, চানের গরম জল
ভেলপুরি আর চুরমুরেরা তোরাও একটু বল
তবু আমায় দেখে হাসলে না,
আমায় ভালোবাসলে না---------
বলতে গিয়ে থমকে যাওয়া, হাসি চোখের কোণে,
উথালপাথাল সমুদ্রটা দুলছে যেন মনে,
হঠাৎ করে বদলে গিয়ে অন্য কথার ছলে
নিজের কোন স্বপ্নটাকে সত্যি করবে বলে,
পাখির চোখে চোখ মিলিয়ে ধনুক ভাঙ্গা পণ,
জানালা খোলা, বৃষ্টি পড়ে, আজ যে সারাক্ষণ,
তবু আমার সঙ্গে ভিজলে না,
আমায় ভালোবাসলে না---------
লোডশেডিংয়ে মোমবাতিটা হচ্ছে নিভু নিভু
ইচ্ছেগুলো বুনছে যে জাল পায় না ভাষা তবু,
অপেক্ষাতে ধুনুচিটা জ্বলছে ধিকি ধিকি,
হঠাৎ করে আয়নাতে আজ নিজের চোখাচুখি।
নিজের থেকে হারিয়ে গিয়ে নিজের কাছে ফেরা,
মন ভোলানোর নকশি কাঁথা দেয়নি গায়ে যারা,
তবু আমার দিকে চাইলে না,
আমায় ভালোবাসলে না--------
চাওয়া-পাওয়ার হিসেব ছাড়াই সাঙ্গ হবে খেলা,
ফুলের ডালি রইবে পড়ে চরম অবহেলা,
কে গাইবে শেষ বেলাতে পাড় ভাঙ্গানির গান
অস্বীকারের অঙ্গীকারে নিরব কলতান।
অন্ধকারও যায় যে কেটে নতুন যে হয় ভোর,
প্রতীক্ষাতে রয়েছি বসে পূরবে আশা মোর,
তবু আমায় তুমি বুঝলে না,
আমায় ভালোবাসলে না---------
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন