• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

নেবো শুধু তোকেই

প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৮:৫৬ পিএম

নেবো শুধু তোকেই

সিদ্দিক আলম দয়াল

অনেক কিছু ছেড়ে দেবো
নেবো শুধু তোকেই
আর ক’টা দিন চললে আমি 
মরে যাবো শোকেই। 

দিন কাটে তো রাত কাটে না 
তুই যে আমার হাওয়া
তুই বিহনে প্রাণটা আমার 
করে আসা-যাওয়া । 

তুই যে আমার বানের পানি 
আমার চোখের জল 
তুই ছাড়া তো ছিন্ন হবে
প্রেম বিরহের দল।
আর্কাইভ