• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আগুনকে তুমি করেছ বরণ

প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০৯:৫২ পিএম

আগুনকে তুমি করেছ বরণ

রশ্মিতা দাস

আগুনকে তুমি করেছ বরণ
রুদ্ধ করেছ শব্দ
জায়ার আকুতি পঙ্গু করেছ
ভাষারা যে নিস্তব্ধ।

নত শিরে ওই মায়ামুখে 
জ্বলেনি তো কোনো ক্ষীপ্রতা
স্বামীর প্রশ্নে ঢালো মৌনতা
সম্মতি পেলো কথা।

অস্থির দাহে ন্যায় প্রতিষ্ঠা
কুড়িয়েছে লাঞ্ছনা
পাতাল প্রবেশে উত্তরসূরী
সয়ে চলে গঞ্জনা।

আজ যদি তারা লাঞ্ছিত হয়
সম্ভ্রমে পড়ে হাত
বোবামুখে যদি কথা ফুটেছে তো
বে-শরম নারীজাত।

উঠলে প্রশ্ন চারিদিকে তালি
কেচ্ছার মজলিশে
শিড়দাঁড়া উঁচু পুরুষেরা তাকে
ফেলে নিজের বালিশে।

সতীত্ব শুধু কম্র পাত্রে
অতি সুমধুর সুরা
আত্মা শুধুই নিশ্চুপ বোবা
প্রশ্নেরা দিশাহারা।

বিনা অপরাধে জবাবদিহিতে
হেনেছিলে নিজ কারা
সেই লেলিহান আগুনের বলি
কালিমালিপ্ত ধরা।

আঙুলের অভিমুখে যে আজিকে
বোবা উত্তরসূরী
তোমার মৌন মুখের প্রেরণা
কণ্ঠে পীড়ন জারি...
আর্কাইভ