চিত্রা কুণ্ডু বারিক
কদিন আগেও ছিলে অজানা অচেনা মানুষ
কণ্ঠ ছিল দারুণ চেনা
চেহারা একদম অচেনা।
কত গান ছিল
প্রিয়, কথা ছিল গভীরে ঢুকে
তবুও জানতাম না সেটা তুমিই
জানার চেষ্টাও কখনও ছিল না
তুমি কে?
অথচ তোমার গানের পাগল ছিলাম
কখনও মনে মনে ইচ্ছা জেগেছে স্বপ্নের সুন্দর কণ্ঠের মানুষটিকে একটু সামনে থেকে দেখার কিন্তু খোঁজ তার কোথায় পাবো!
যখন সুযোগ পেলাম
তখন ভিড়ের মাঝে হারিয়ে গেলে
তখন আপসোস হলো
একবার যদি দূর থেকে
দেখা পেতাম
স্বার্থক হতো এ জীবনে জীবন।
কতো কষ্টে দূরে চলে গেলে কতো অজানা দেশ পাড়ি দিয়ে...
প্রিয় মানুষটিকে না জানিয়ে অনেক দূরে চলে গেলে
যেভাবে যায় মানুষের ভিতরের মন যোজন যোজন দূর।
নিন্দুকেরা না জেনে
না ভেবে কতকিছু বলে
তবুও বলি ফিরে এসো
এই বাংলায় এই মাটিতে।
বিদায় দেবার ইচ্ছেটুকু নেই
সব হৃদয়জুড়ে তুমি
সবাই তোমার অপেক্ষায় খুলে বসে আছে দখিনা হাওয়ায়...
ভালো থেকো
যেখানেই থাকো
মনে রেখো
এই মাটিতে তোমার বন্ধুরা আছে
তোমার অপেক্ষায়।
আরআই
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন