• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বৈকালে ভৈরবী

প্রকাশিত: জুন ১০, ২০২২, ০২:৪২ পিএম

বৈকালে ভৈরবী

আখতারুজ্জামান সেলিম

তরী এসে ভীড়ে হৃদয়ের তীরে 
কে নামিলো এলো চুলে
কেগো জলপরী আসে ত্বরা করি 
অবেলায় পথ ভুলে।
 
জীবনে যাহার কাটেনা আঁধার 
অমানিশা গাঢ়তর
আজ সেই খানে কার আহ্বানে
আলোকিত হলো ঘর।

চারিদিকে তাই বাজিছে সানাই 
মিলন বিরহ সুরে
কে আসিয়া ভুলে করুনার ছলে
বাঁধিল প্রীতির ডোরে।

সুখের সময় এতো দ্রুত যায় 
প্রহর নিমিষে কাটে
কেন তাড়াতাড়ি হলে কিছু দেরি
হৃদয়ের সাধ মিটে।

শেষ হলে দিন গোধূলি রঙিন 
বিদায়ের ক্ষণ এলে
কার অভিপ্রায় মনের বীণায়
বেহাগের রাগ তোলে।
 
বিধি বাম হলে সহেনা কপালে 
ভালো লাগা ভালোবাসা 
মরুভূমি ধূধূ মরীচিকা শুধু 
তবু জাগে মনে আশা 

স্মৃতি সরোবরে রহিবে গভীরে 
বুঝিবার নাই হাল 
নিভৃতে নীরবে স্মৃতিটুকু রবে
অমলিন চিরকাল।
আর্কাইভ