মনরিন স্বরলিপি
তৃষিত দুপুরের শূন্যপুরীতে ঘুরে ফেরে সেই কাঙ্খিত ডাক_
তিলোত্তমার পিচ রাস্তায় পলাশবনির রাঙামাটির ছাপ,
ষোড়শীর বেণী দুটি আজ; পরিণত হাতখোঁপায় সেজেছে,
মায়াকাজলে লেগেছে ভরভরন্ত সংসারের গভীর দাগ...
বড়ি-আচারের তদারকি ছেড়ে তবুও আলতা চরণ
এলোমেলো হেঁটে চলে কোপাইয়ের তীর ঘেঁষে____
সিংহদুয়ারের সীমা পেরিয়ে মন হয়ে ওঠে এলোকেশী,
সোনাঝুড়ির হাটে একমনে খুঁজে চলে
রঙবেরঙের টিপ;
চুলের ফিতে; চুড়ির ঝনঝনানি আর মলের উদ্দাম ছন্দ_
বেলা বয়ে যায়...
ঝাপসা চোখের কোলে ধোঁয়াটে হয়ে আসে খোয়াইয়ের মেলা_
কোন সে নীপবন থেকে ভেসে আসতে আসতে
একসময় কৃষ্ণগহ্বরে হারিয়ে যায় আকুলপারা বংশীধ্বনি_
কবরীতে আর বাঁধা পড়ে না রাঙা পলাশ; মন-ফেরিওয়ালার হাত ধরে ।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন