• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মোর মানস দেবতা

প্রকাশিত: জুন ৮, ২০২২, ১২:২৮ এএম

মোর মানস দেবতা

আলোশিখা গোপ

প্রিয় তুমি  আছো বলেই আমি আছি ,
তোমাকে মনে নিয়েই আমি বাঁচি।

আমি তোমার মাঝেই নিজেকে খুঁজে পাই ,
সদা তোমাকেই--
কাছে চাই।

তোমায় পেয়ে খুশিতে ভরে উঠে অন্তর,
সব কিছুই যেন লাগে মধুর।

শত দু‌খেও আনন্দ খুঁজে পাই
তোমায় পেয়ে...
আনন্দাশ্রু ঝরে প্রিয়- মোর দু’চোখ বেয়ে।

তোমায় পেয়ে রঙ্গীন হলো মোর জীবন,
তোমাতেই সঁপেছি মোর প্রাণমন।

জীবনের চলার পথ যতোই হউক কন্টকময় ,
তোমায় পেয়ে এ জীবন মোর সুখময়।

সাজিয়ে রেখেছি তোমার আসন মোর মানস বেদীতে,
পূজিবো তোমায় সদা মোর ভালোবাসার... প্রেমাঞ্জলিতে।
আর্কাইভ