প্রকাশিত: জুন ৬, ২০২২, ০৪:২৩ পিএম
আমি তারই সন্ধানে আজও স্বপ্ন রথে তোলপাড় করি অসীম নিলাম্বর,
নির্জনতার হাত ধরে অতিক্রম করি কয়েকশো যোজন দূরত্ব
সর্বহারার মতো ঘুরে ফিরি পথে পথে।
হোক সে দুর্গম গিরি গহন অরণ্য অথবা ঊষর মরুপথ কিংবা উত্তাল জলধী--
আমি অহর্নিশ খুঁজে ফিরি নতুন নোঙ্গর,
জলধীর ফেনিল তরঙ্গে ভেসে ওঠে দুঃখ সুখের ঊর্মিমালা ।
ইচ্ছের তরণি ছুটে চলে সপ্ত সমুদ্র ভেদ করে,
কল্পনার বাতাসে ফুলে ওঠে উদ্বেলিত পাল!
সাতরঙা রামধনুর রঙে চিত্রত জীবনের নকশী কাঁথা,
হৃদয় ভেদ করে ফুটে ওঠে নীলচে ফোঁড়।
অভিমানের আগুনে অষ্টপ্রহর পোড়ে হৃদয়
তবুও প্রত্যাশার খুব কাছে বাস করে
নিশ্চিত নির্ভরতায় ফিরে আসে বারবার।
আশার দ্বীপ জ্বেলে কেটে যায় জীবন, সীমাহীন আকাশ তলে পাংশু ধরণীর মাঝে।