• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মানুষ চেনো

প্রকাশিত: জুন ১, ২০২২, ০৬:৩২ পিএম

মানুষ চেনো

পদ্মা বোস

কিছু মানুষ গল্প বানায় খালি,
কিছু মানুষ শুধু কাজ সারতে আসে,
কিছু মানুষ ছেড়ে যাবে বলে,
আবার পরক্ষণেই থেকে যায় পাশে।

কিছু মানুষ ছন্দ ওড়ায়,
কিছু মানুষ লিখে যায় পাতার পর পাতা,
মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনে কিছু,
রূপে-গুণে সাক্ষাৎ যেন বিধাতা!

কিছু মানুষ সন্ধ্যা হলেই 
পালাই পালাই করে,
কিছু আবার রাত্রি জাগে,
ভীষণ রকম জ্বরে.

কিছু মানুষ স্বপ্ন দেখায়,
এভারেস্টের চূড়ার মতো,
কিছু আবার পা টেনে ধরে
বিশ্বাসঘাতক চেনা যায় না তো!

কিছু মানুষ তোমার নয়,
কিছু মানুষ ছেড়ে যাবে, তা সবাই জানে,
কিছু আবার মুখোশধারী,
বিষ ঢেলে দেয় দেওয়ালের কানে।

কিছু মানুষ মেঘের মতো,
ভেসে যেতে কারণ লাগে না কোনো,
কিছু আবার থেকে যায় নক্ষত্র হয়ে,
তাই সবার আগে মানুষ চেনো।

আর্কাইভ