• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শিবাজী সান্যালের কবিতা

প্রকাশিত: মে ২৯, ২০২২, ০৫:৩৩ পিএম

শিবাজী  সান্যালের কবিতা

শিবাজী সান্যাল

প্রথম বৃষ্টি 
=========

বছরের প্রথম বৃষ্টি , সঙ্গে বেশ হাওয়া
নেহা জানালা বন্ধ করে তাকালো বাইরে
বিদ্যুৎ, ঝমঝম শব্দ, কাঁচে জলের ধারা
অবিরাম এক ছন্দগীত যাচ্ছে ছেয়ে চারদিকে। 

তিন বছর আগে এমনই এক প্রথম বর্ষায়
ব্যালকনির অন্ধকারে মাথা রেখেছিল অসীমের বুকে
প্রতিটি জলবিন্দু সে দিন ছিল উৎসবের বারতা। 

স্বপ্ন ভঙ্গ
=========

অরুণাভ বেশ দেরি করে এলো
আজ ওকে মেঘা ডেকেছিল

কিছুই  জানতে চাইলাম না
কারণ ও মাথা নিচু করে বসে রইলো

তারপর
এক সময় ও উঠে চলে গেল। 

নৌকো
========

নদীর ঘাঁটে বসেও বেশ কাটে সময়
নৌকোগুলো আসে ,
অনেকে নামে, অনেকে চড়ে
আবার নৌকো আস্তে আস্তে দূরে মিশে যায়। 

যখন কোনো নৌকো থাকে না
ঘাট বড় শূন্য মনে হয়। 

পার্থক্য 
=========

ছেলেটি বলল, “আমি গাঁয়ের, গরীব, কালো
আমার কিছুই মেলে না এখানে, এক কুণ্ঠিত জীবন 
কাটাই বিচ্ছিন্ন একাকী। প্লিজ, এসো না বারবার
আমার কাছে। বড় অস্বস্তি হয় তুমি কাছে এলে। 

তবুও মেয়েটি ওর পাশেই বসলো ক্লাসে এসে।



আর্কাইভ