• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পূব পাড়ার ফটকে

প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৫:৪৯ পিএম

পূব পাড়ার ফটকে

মণিকর্ণিকা ভারতী, কলকাতা

দই চিড়ে পান্তুয়া 
দুহাতে চটকে,
দুধ কলা খেয়ে গেল 
পূব পাড়ার ফটকে !

ভোরবেলা দরকার নলভাঙা 
কালো বদনা,
দৌড় দিয়ে নিয়ে গেল
ও বাড়ির মদনা !

চৌকিদার পাহারাতে ছিল 
চাপরাশি চামচে,
দেরি করে আসতে দেখে
দিলো নাকে খামচে!

দেখা পেলে দেবো তাকে
ঘাড় খানা মটকে,
শুনে লুকিয়ে ঢিল মেলে
পালালো বখাটে ফটকে !

ফটকের দিদি আর
জামাইবাবু বহুরূপী,
তারা এসে পরিয়ে গেলো
আমার মাথায় টুপি।

আমাকে বিপদে ফেলে নিলো
কাটা ঘুড়ি লটকে,
সঙ্গে ছিল লাটাই তাও
নিলো দুষ্টু ফটকে !!
আর্কাইভ