পদ্মা বোস
অক্ষয় হোক তৃতীয়া অক্ষয়
সকল কালিমা হয়ে যাক ক্ষয়
আসুক শুভময় সুখ ও সময়
সত্যম শিবম সুন্দর তুমি
দাও হে আশীষ, হে দয়াময়
এই পৃথিবীর মঙ্গল হেতু
দূর করো যত বিষ জ্বালাময়।
তোমার দেওয়া সুন্দর ধরণী
আমরা যে তা রক্ষা করিনি
লোভ-লালসার পাহাড় বানিয়ে
প্রকৃতি রুষ্ট, ক্ষুব্ধ তা নিয়ে
বিষময় এই বিষাক্ত বিষে
মরছে মানুষ বিষ নিঃশ্বাসে।
শবের মিছিল জ্বলে দাও দাও
দয়া করো প্রভু, তুমি ক্ষমা দাও
চক্ষু-কর্ণ সব বন্ধ মানুষের
অভাব দেখি মান আর হুঁশের
নীলকণ্ঠ হয়ে বিষ করো পান
সুস্থ প্রকৃতি আজ করো দান।
তোমার সৃষ্টি তুমিই বাঁচাবে
মানুষের হুঁশ জাগ্ৰত হবে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন