• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

জহরকুণ্ড

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৪:২৬ পিএম

জহরকুণ্ড

রশ্মিতা দাস

আগুনে সে দিন ঝরেছে আগুন
জ্বলেছে কালের শিখা,
নারীর আত্মা বলীয়ান বেপরোয়া
বড় একরোখা.
লেলিহান শিখা হয়েছে শুদ্ধ
পাপের আগুনে শুদ্ধি,
নতজানু হলো চরণে পাষাণ,
স্তব্ধ বিবেক বুদ্ধি.
রক্ত যে পুড়ে হলো অঙ্গার
ছোঁবে তারে শুধু মোক্ষ,
রাজা আজি শুধু পরাজিত সেনা
লাজে নত তার কক্ষ.
আরশির প্রতিবিম্বতে জড়ো 
হয়েছিল যত লালসা,
রূপের আগুনে কামুক অক্ষি.
জেগেছে ততই পিপাসা.
হত্যালীলায়, রক্তখেলায়
জয়ের সে অভিসন্ধি,
পদ্মাবতীর আত্মাহুতি
হেলায় করেছে বন্দী.
নিভেছে আগুন, জ্বলন্ত শুধু
বজ্রকণ্ঠি নারী,
কেঁদেছে আকাশ, বাতাসের করাঘাতে
আজও ঝরে বারি...
আর্কাইভ