• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

উদাস বাউল

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৫:১৩ পিএম

উদাস বাউল

তৃপ্তি রায় চৌধুরী

ওগো উদাস বাউল, তোমার একতারাটা বাজে না কেন আর? 
কেমন করে ছিঁড়লে তুমি একতারাটার তার? 
মেঠো পথটা আশায় আশায় চেয়ে থাকে বসে
কখন তুমি মাটির বুকে নাচবে বাউল বেশে। 
তোলো যখন একতারাতে, প্রাণের মেঠো সুর
সারাদিনের ক্লান্তি যেন নিমেষে হয় দূর। 
আকুল করা সুর যে তোমার, হৃদয় যায় ভরে
হারিয়ে যাই অচিন দেশে, মন যে পাগল করে। 
সাজাও সবার প্রাণের কথা উদাস করা গানে
তাই তো যাই ছুটে ছুটে তোমার গানের টানে। 
মেঠো পথের আলটি ধরে যাও তুমি সুর তুলে
মায়া ভরা এ সংসারের দুঃখ যাই ভুলে। 
ফেরো তুমি উদাস বাউল, পথ যে তোমার ঘর, 
পথই তোমায় করবে আপন, করবে নাতো পর। 

আর্কাইভ