অশেষ বন্দ্যোপাধ্যায়
ওরা দুজন
নদী তীরে চুপচাপ দাঁড়িয়ে
সন্ধ্যের মুখে।
কেউ কোনো কথা বলছে না।
হালকা হাওয়া ওদের গায়ে নরম প্রলেপ টানছে
নদী জলে চাঁদের ভেঙে ভেঙে ভেসে যাওয়া
ওরা দেখছে।
ওরা এবার হাঁটছে পাশাপাশি।
হাতে হাত রেখে যেতে যেতে
ওরা দু একটা কথা বলছে
ওদের সমস্যার কথা
কষ্টের কথা
সমাধানের পথ খুঁজে চলেছে ওরা।
এখন ওরা সাঁকোর ওপর স্থির
ছবির মতো।
আকাশে চাঁদ
চাঁদের রুপোলী জ্যোৎস্নায় মাখামাখী
রাতের পৃথিবী।
নীচে নদীর নীরবে বয়ে চলা
ক্লান্তিহীন।
রাত গভীর হলে
চোখে ঘুম নামে
ওরা বসে পড়ে। খানিকটা উদাস চিত্ত।
এক সময় ওরা দুজনে নিজেদের আঁকড়ে ধরে
তার পর
ওরা এক সঙ্গে নদী জলে ঝাঁপ দেয়।
ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামে
নদীর স্রোত ক্রমশঃ দ্রুত লয়ে এগিয়ে চলে।
ওরা দুজন এখন নিষ্প্রাণ দেহ সর্বস্ব।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন