• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মেয়েটি

প্রকাশিত: মে ৩, ২০২২, ০৭:২৭ পিএম

মেয়েটি

প্রদীপ কুমার মাইতি

যে মেয়েটি ঊষা ভোরে 
বিছানা ছাড়ে আগে,
সেই মেয়েটির কাজের শুরু 
বাসন হাতে ভোরে।

সেই মেয়েটি সবার শেষে
খেতে বসে যখন,
রাতের খাবার খেয়ে সবাই 
বিছানা ধরে তখন। 

যে মেয়েটি মায়ের কোলে 
জন্ম নিজের ঘরে,
সেই মেয়েটি বিয়ের পরে
যায় সে পরের ঘরে। 

যে মেয়েটি রান্না করে
খাবার জোটায় মুখে,
সবার শেষে খেতে বসে
কমবেশি যা জোটে। 

যে মেয়েটির সেবা যত্নে
থাকে সবাই সুখে, 
লাঞ্ছিতা হয় পদে পদে 
হাসি রেখে মুখে।

মা ডাকলে যে মেয়েটির 
গর্বে ভরে প্রাণ,
সেই মেয়েটির মাংস লোভে
হায়নার বিচরণ।

যে মেয়েটি স্বপ্ন নিয়ে 
যায় সে স্বামীর ঘরে, 
সৈই মেয়েটি আগুনে জ্বলে 
ঘুমায় চিরতরে।

সেই মেয়েটি ত্যাগের মাসুল
আর কতদিন দেবে,
সমানাধিকার ফিরিয়ে দিতে 
বুঝবে সমাজ কবে?
আর্কাইভ