নাসরীন গীতি
১.
দুনিয়ার মজদুর এক হও-
পহেলা মে, স্লোগানে মুখর হয় রাজপথ।
তারপর আবার যে যার মতো।
শ্রম দিয়ে চলে শ্রমিক,
হোক শিক্ষিত কিংবা অক্ষরজ্ঞানহীন,
দিনকে দিন এক শ্রেণি খেটে মরছে,
আরেক শ্রেণি রক্ত চুষে নিজের ভাণ্ডার পুরছে।
২.
যোগ্যতার নেই বালাই, দলে ভারি তারাই।
উচ্চ চেয়ারে বসে বাড়িয়ে দেন কর্মীর লেয়ার,
দম্ভভরে বলেন, বাড়ছে না আয়-রোজগার
দাও আরও শ্রম, নইলে হবে ছাঁটাই।
না পোষালে বেতনে, ছেড়ে দাও সযতনে।
আরও কমে আসবে শ্রমিক,
অভাব তো নেই, আছে যেখানে সেখানে।
দক্ষতা, অভিজ্ঞতা এগুলো কেতাবি শব্দ
কম টাকায় বেশি শ্রম, তাতেই লব্ধ।
কাজ তো চলে যায়, না হয়
একটু কমতি থেকে যায়,
তাতে আর এমন কী হচ্ছে ধ্বংস?
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন