সালমা নাজনীন
তোমারই তরে এসেছিনু এই ভুবনে
বুঝতে পারিনি আগে
হয়তো আমারই ভুলে।
তা-ই তো বসে ভাবছি আজ
সত্যি কি তাই
তুমি সেই
যে আমার স্বপ্নের আঁধারে।
ছোট্ট বেলায় -
শৈশব কি বলে তারে? -
দেখেছিনু তারে ঠাট্টার ছলে
কোনও এক অনুষ্ঠানে
আবৃতিকার হিসেবে।
কিন্তু একি-
চোখে অশ্রু
কার তরে? -
তবে কি আজও ভালোবাসি তারে
যে আমার স্বপ্নের আঁধারে
মলিন বস্ত্রে বসে আছি
আজও তেমনিভাবে
তোমারই তরে।
ভালোবাসি ভালোবাসি
অনেক ভালোবাসি তোমায়
যেমনটি তুমি চেয়েছিলে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন