• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মূর্খ বোকা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৪:৪৮ পিএম

মূর্খ বোকা

প্রদীপ কুমার বিশ্বাস

ওকে/////////////////

যেমন তেমন কেমন আমি
মূর্খ স্বর্গবাস
চালাক সাজতে গিয়ে আমি
করেছি সর্বনাশ

আমি ভাবি আমিই চালাক
চতুর শেয়াল রাজা 
অমলকান্তি সত্যি চালাক
মিথ্যে বোকা সাজা!

রোদ্দুর হওয়ার সাধে কি 
সোনা রোদ্দুর সাজ?
অমিতাভ হতে চাওয়াই 
অভিষেকের কাজ 

লন্ডন তো হাজার লক্ষ
মাইল দূর,
কলকাতাতেই সব লন্ডন 
ইংরেজি ভরপুর।

বোকা সাজার কী দরকার
বোকা আমি চিরকাল,
বোকা মূর্খের বুদ্ধিমানী
বুদ্ধির ফলাফল 

তুমিই জানো তুমিই বোঝো
বোকার বোকামি,
বোকার রাজা গাধা গর্ধব
একমাত্র আমি!

চালাক চতুর বুদ্ধিমান
ছলচাতুরীর রাজা,
লক্ষ্যভেদে শব্দবাণে 
মিথ্যা বন্ধু  সাজা!
 
যন্ত্রণা
হাতের মাঝে আগুন রাখি
বুকের ভেতর যন্ত্রণা
দৃষ্টি সুখে আকাশ দেখি
স্বপ্ন রঙিন কল্পনা

জানি মিথ্যে সব মিথ্যে 
মানুষ হৃদয়হীন
জগত মিথ্যে সৃষ্টি মিথ্যে 
মায়া, মমতার ঋণ।
আর্কাইভ