• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ডোমারে ইটভাটা মালিকদের ৭ দফা দাবি, স্মারকলিপি প্রদান

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৫:৪১ পিএম

ডোমারে ইটভাটা মালিকদের ৭ দফা দাবি, স্মারকলিপি প্রদান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ৭ দফা দাবি উত্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ডোমার উপজেলা শাখার পক্ষ থেকে শালকী ব্রিকস ইটভাটার মালিক জাফর ইকবাল পলাশ, থ্রি ব্রিকস ইটভাটার মালিক একরামুল হক বাদশাহ, এমএসবি ইটভাটার মালিক মো. জামিয়ার রহমানসহ আরও অনেকে।

মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জিগজ্যাগ ইটভাটাগুলো পরিবেশবান্ধব হওয়া সত্ত্বেও প্রশাসনিক জটিলতা, লাইসেন্স নবায়নে বাধা এবং মোবাইল কোর্টের অভিযানের ফলে ইটভাটা মালিকরা বিপাকে পড়েছেন। এসব সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

দেশের ৮ হাজারেরও বেশি ইটভাটা থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়, যেখানে প্রায় ৫০ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে কর্মরত রয়েছে। তবে, ইটভাটা মালিকদের দাবি, বিভিন্ন অযৌক্তিক নীতিমালা, প্রশাসনিক হয়রানি ও মোবাইল কোর্টের অভিযানের ফলে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—জিগজ্যাগ ইটভাটার জন্য দূরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা, ইটভাটায় প্রশাসনিক হয়রানি বন্ধ ও মোবাইল কোর্টের অভিযান স্থগিত করা, সরকার যদি কোনো ইটভাটা বন্ধ করে তাহলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, মাটি কাটার অনুমতির জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে, পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে মালিক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করতে হবে, ইটভাটাকে শিল্প খাত হিসেবে ঘোষণা দিতে হবে, ইটভাটা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।

ইটভাটা মালিকরা জানান, দেশের অর্থনীতিতে ইটভাটা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারকে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই খাতের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া না দিলে ঈদের পর ঢাকায় মহাসমাবেশসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, "ইটভাটা মালিকেরা তাদের ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেছেন। আমি এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠাব, যাতে তা প্রধান উপদেষ্টার নিকট পৌঁছায়।"

আর্কাইভ