• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

জাগ্রত কলম

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৫:৪০ পিএম

জাগ্রত কলম

সুশান্ত ঘোষ

পৃথিবীজুড়ে আজ যুদ্ধ যুদ্ধ খেলা
বিস্ফোরণে জ্বলছে বিভিন্ন দেশ,
গণ্ডিখানা সীমাবদ্ধ নয়তো কোথাও 
শহরের থেকে গ্রামেতেও নয় শেষ। 

চোরা স্রোত বহে দেশ ও দেশান্তরে 
যায় না দেখা বাহিরে ফল্গুধারা,
মিসাইল আর বারুদের কালো ধোঁয়া 
বিশ্বাস থাকে ঘন কুয়াশায় ভরা।

লাশের পাহাড় জমেছে শহরজুড়ে 
মরছে মানুষ হিসাবের খাতা খোলা,
ক্যানভাসে যেন পিপীলিকাদের সারি
আকাশ দেখা জোনাকির ন্যায় গোলা।

লাভ লোকসান যুদ্ধবাজদের হিসাব
রাজা রাজড়ার যুদ্ধে কে হবে বাপ,
বৃহৎ শক্তি কে কোথা করবে শাসন  
মানব জীবনের অস্ত্র আজ অভিশাপ। 

আগুন ধারার ওই বিষাক্ত মায়াজাল 
নিষ্কৃতি নেই আজ মোদের অহঙ্কারে,
গোলাগুলি বোমা ফাটছে শহরে গ্রামে 
শিশু মহিলা মরছে নৃশংস অকাতরে। 

আজও কী তুমি নীরবে রাখবে কলম 
হারিয়ে ভাষা শোনাতে প্রেমের কথা?
ছারখার হতে আর নেইকো বেশি দেরি 
সেদিন দুনিয়ায় থাকবে না কোনও ব্যথা। 

জাগো জনতা খোঁজ পথ পথের মাঝে 
কলমের লেখা দেখাক নতুন দিশা,
সংঘবদ্ধ হোক মানবতা আর ভালোবাসা 
পৃথিবীজুড়ে কেটে যাক অমানিশা।
আর্কাইভ