মিঠু ব্যানার্জী
যক্ষ কবিতার শরীর,
কেবলই যায় হারিয়ে অতল বিস্মৃতির মাঝে
হঠাৎ করেই এক একটা মুহূর্ত ঝড়ের বেগে,
করে দেয় ওলটপালট।
হতভাগ্য জীবন প্রতিনিয়ত যুদ্ধরত
ক্লান্তিহীন পথচলা পৃথিবীর রথে
প্রতিনিয়ত নিয়তির বিষাক্ত ছোবলে,
নীল হয়ে যায় ধরনীর হীম শীতল বুক
ক্ষত-বিক্ষত মানুষ ছুটে চলে অফুরন্ত দিগন্ত মাঝে
হয়তো বা অস্পষ্ট সূর্যের কোমল আলোয় নিজেকে ধুইয়ে নিতে চায় বারে বারে,
ললাটে শান্ত সূর্য হয়তো এঁকে দেবে
জীবনের মৃত্যুঞ্জয়ী টিকা
গোধূলির রঙে ষোড়শী যৌবনা আজ বিষাক্ত ভাইরাস।
তাড়া করে চলেছে দিবস রাত্রি
রাতের অন্ধকারে ছটফট করে ওঠে নিদ্রাহীন দুটি চোখ,
এই বুঝি গ্রাস করে নিলো সমগ্র পৃথিবীর আকাশ, বাতাস আর সবুজ প্রান্তর
সে যে চির ক্ষুদিত, সে যে মৃত্যুর নিঃশব্দ আভাস
ভালোবাসা আজ অজানা গরল...
শুধু পান করে চলেছি জেনেশুনে।
ভীতসন্ত্রস্ত মানুষ তুমি খুলে দাও মনের জানালা।
বন্ধ রাখো তবুও সিংহদুয়ার
করোনা আলিঙ্গন এ মহা মরণে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন