• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আল্পনায় দেখি নববর্ষ

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৯:০৯ পিএম

আল্পনায় দেখি নববর্ষ

মোহাম্মদ আলী

একটা কিছু নতুন চাই 
সদ্য ছাপা নতুন বইয়ের মলাটের মতো- আনকোরা নতুন ! 
যদি সেটা আমি নিজেও বা হই না কেন, খোলস ছাড়া নতুন-
শৈশবে শশকের মতো..
অনভ্যস্ত ডানায় উড়তে চাওয়া পাখির ছানার মতো....
নির্মল নতুন ! 
নিষ্পাপ নতুন ! 
জীর্নতার বেড়িমুক্ত--সোনালি আলোয় সিক্ত....
প্রথম দিনের সূর্যের মতো…
একটাই আকাশ-একটাই পৃথিবীর মতো...
টলটলে স্ফটিক সদ্য হিমবাহের বরফ গলা পাহাড়ী ঢলের মতো...
দেখতে চাই সদ্যজাত শিশুর অবিভক্ত চেতনায়...
প্রথম দেখা প্রকৃতি ও নিঃসর্গ এবং...
অক্লেদ  সত্তায় লালিত পৃথিবীটাকে-
 একটি গোলকের অবিকল আদলে ! 
রক্তের কোনও  দাগ নয়-
নয় কোনও ভুগোলের দেয়াল-
নয় কোনও যুদ্ধ.... 
কোনও রক্তপাত ! 
কেবল উৎসব- ঘনঘটা নয়, নিত্য কর্মে এবং-
মর্মে প্রবহমান চাই-
মঙ্গল-ভাবনা সবার ! 
দিতে পারবে কেউ তেমনি একটা নববর্ষ ? 
হালখাতায় টানা ক্লেদাক্ত কোনও পাওনার জের-
কিংবা প্রতিহিংসার আঁচর থাকবে না-
পারবে দিতে তেমনি একটা ক্যালেন্ডার ? 
পাতায়--পাতায় থাকবে যেখানে-
প্রেম, সৃজন ও শান্তির সাল তামামি 
যার সাঙ্গে দিব্যি কথা হবে..... 
কথা হবে অযুত চোখের--
স্বপ্নে দেখা নববর্ষে !!

আর্কাইভ