• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পুতুল ছিল হাতে

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৬:৫৭ পিএম

পুতুল ছিল হাতে

প্রদীপ কুমার মাইতি

খেলতে গিয়ে সেই যে গেলো
পুতুল ছিল হাতে,
ফিরলো না আর নিজের ঘরে
মায়ের আদর পেতে। 

সারারাত খুঁজে পাই নি তোরে
খবর আসে ভোরে, 
রক্ত মাখা নিথর দেহ
মাঠে আছে পড়ে।

হিংস্র পশুর থাবার আঁচড়ে
ধর্ষিতা শৈশব, 
শিশু বয়সে থেমে গেল তোর
নিষ্পাপ কলরব। 

মা বলে ডাকবি না আর
পুতুল এনে দিতে,
রান্না বাটি সেরে ফেলে
ডাকবি না আর খেতে। 

রথের মেলায় খেলনা কেনার
বায়না হোলো শেষ,
সারা জীবন থাকবে বুকে
দুঃখ বেদনা ক্লেশ। 

পরের জন্ম বলে যদি
সত্যি কিছু থাকে,
আসিস ফিরে মায়ের কোলে
ক্ষমা করিস মাকে।

চোখ তুলে আজ বলো সমাজ
দর্শক নই মোরা,
ধর্ষক যারা পুড়িয়ে মারবো
পাবেনা ক্ষমা তারা।

প্রতি বছর শিশু দিবসে 
কতনা আয়োজন, 
শিশুর ইজ্জত করবো রক্ষা
প্রতিজ্ঞা হোক পন।

আর দেরি নয় জেগে ওঠো
মেলাও সবাই হাত,
শিশুর হাসি রাখতে অটুট 
ধর্ষকদের উৎখাত।

আর্কাইভ