• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সাদা জীবন

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০৪:১৭ পিএম

সাদা জীবন

অশেষ বন্দ্যোপাধ্যায়

সাদা জীবন
বৈধব্যর মতো পবিত্র 
নিষ্পাপ।
ধবধবে থান কাপড়ের আড়ালে 
অভিমানী জীবন।

এ জীবন নিষ্কলঙ্ক
বিনয়ী নিশ্চুপ প্রতিবাদহীন।

তবুও
শত্রুতা আনাচে কানাচে
উঁকি দিয়ে যায়।
লোভ লালসার লকলকে জিভ চিরে
রক্ত ঝরে।
শরীর ঘিরে নখের আঁচড় প্রকট।
লুকিয়ে রাখা শব্দের আলাপন
ভালোবাসার নির্মম প্রতিদান।

জীবন এখন একা একা ধূসর মরুভূমি।
তৃষ্ণা
বিতৃষ্ণা
ঘৃণা
অবজ্ঞা
অবহেলায় অন্ধকার ঘরে গুমরে কাঁদে
জীবন যৌবন 
অসহায় অষ্ট প্রহর মাশুল গোনা।

সাদা জীবনে কালের কালো আঁচড়
নীরবে অশ্রু ঝরায়
কেউ টের পায় না।

এভাবেই আমরণ বেঁচে থাকা।
আর্কাইভ