• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

একটা বিনিদ্র রাত

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৯:২০ পিএম

একটা বিনিদ্র রাত

সঞ্জীব চক্রবর্তী

একটা বিনিদ্র রাত বড় অবাক করে চলে যায়
হাজার তারার মাঝে আবার হারিয়ে কি পায়?
যতসব গল্প কথা কত রঙের স্বপ্ন দেখা নেই ভয়
আমি যাযাবর আমার নির্দিষ্ট ঘর কোথায় হয়?

যাযাবর  তাই বিনিদ্র রাত আমার কেড়ে নিলে ঘুম
ওরা কারা করে ছোটাছুটি লেগেছে উপহারের ধুম।
শুষ্কতা আমার দেহে তবু বুকে বাঁধা সেই কলম
ক্ষত আমার লেখা পাতায় বিনিদ্র রাত দিলো মলম ।

দেখেছি অনেক ঝড় আগাম সংকেত পাই
কে কোথায় আছো পাগলের মত কাছে যাই।
দূরে ঠেলে পথের কাঁটা চোখ নয় কাপড়ে ঢাকা
আমি যাযাবর থামেনি আজও জীবনের চাকা।
আর্কাইভ