মিঠু ব্যানার্জী
কত দিন কেটে গেছে
কত বসন্ত ফিরে গেছে।
কত ফুল ঝরে গেছে
আমার আঙিনাজুড়ে।
কথা দিয়েছিলে তুমি
আসবে আমার মনের ঘরে।
দেখো চেয়ে তোমারই অপেক্ষায়
আকাশ আজ
সেজেছে আবির রঙে।
কৃষ্ণচূড়া তার ফুলে ফুলে সাজালো
তোমার পথের ঠিকানা।
কবে আসবে তুমি ...?
পলাশ শিমূল আর
মহুয়ায় পা ফেলে।
তোমারই অপেক্ষায় যে
ওরা শুকায়
যুগ থেকে যুগান্তরে।
অপেক্ষার মালা হাতে আজও তোমার প্রিয়া
অঝোরে ঝরায় অশ্রু
শুধু দিনেকের তরে।
ও গো নাথ...
জীবন যার সাজিয়ে ছিলে
কথার মালা গেঁথে।
ভরালে কেন তারে
ব্যাথার পাহাড়জুড়ে।
ভুলে যাও তারে কেমন করে?
শুধু কি তোমার মিথ্যে অহংকারে।
যাও তবে
তুমি সুখী হও
তোমার মনের মানষীরে নিয়ে।
কভু যদি মনে পড়ে মোরে।
সেদিন দূর থেকে ডেকো
একটিবার।
শুধু তোমার দেওয়া
সেই চেনা নাম ধরে।
হয়তো সেদিন আমি শুনব না
তোমার সেই অনুচ্চারিত ডাক
তবু চির নিদ্রায় সেদিন
আমি পাবো
... শান্তির অবকাশ।
সেদিন না হয় তুমি
বাসন্তীকার ঝরা ফুলে
সাজিয়ে দিও আমার সমাধিতল।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন