• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

জ্যোতির্ময়

প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৯:৪৩ পিএম

জ্যোতির্ময়

রূপবিলাস মণ্ডল

দাঁড়ালে তোমার সামনে 

শ্রদ্ধায়  মাথা নত হয়,

সূর্যের সাহস নেই আমাকে দগ্ধ করে

সযত্নে লালন করো তোমার ছায়ায়।

 

হে আমার স্নেহময় আত্মার আত্মীয়,

যখন দারুণ কষ্টে দগ্ধ  ভিতর ভিতর

বিপন্ন বিমর্ষ লাগে প্রতি ক্ষণ,

অনায়াসে পড়ে ফেল আমার অন্তর।

 

যে দুঃখের ভাগ আমি কাউকে দেব না ভাবি

সে দুঃখ বয়ে যাও তুমি,

নিজেকে উজাড় করে কী সুখ পেয়েছ বলো,

হে আমার মনোময় অন্তর্যামী।

 

যেখানে থাকি না কেন

তোমার আশীষ সাথে নিয়ে,

পূর্ণ আনন্দ জ্যোতি তোমার দেখানো পথে

মহানন্দে চলেছি এগিয়ে।

 

তোমার কিরণে জাগে

তোমার ছায়ায় বাঁচে প্রাণ

জীবনের যত ভালো

সকলই আমার জন্য করে যাও দান।

 

তুমি যে শান্তির নীড় নির্ভয় আশ্রয়

তোমার সর্বস্ব দিয়ে আমার স্বপ্নের দেশ করেছ রচনা,

কী এমন সুখ পাও?

কী দিয়ে প্রকাশ করি তোমার উপমা।

 

আকাশের‌ উদারতা সমুদ্রের গভীরতা তুমি

কীভাবে শুধবো ঋণ হে আমার অনন্ত অসীম

আমার উন্নত শির তোমার চরণে রাখি

আরও আরও সমুন্নত করো প্রতিদিন।


ডিআইএ

আর্কাইভ