• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দাও ফিরিয়ে শৈশব

প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০২:৪৫ পিএম

দাও ফিরিয়ে শৈশব

প্রদীপ কুমার মাইতি

ব্যাগের ভারে নুইয়ে পড়ি
স্কুলে যাওয়ার পথে,
সবাই কেমন তাকিয়ে থাকে
পথে যেতে যেতে।

কাঁধের ব্যথায় আপন মনে
কষ্ট ভীষণ পাই,
ব্যথার কথা বললে মাগো
তুমি শোন নাই। 

পড়ার বোঝায় পিষ্ট আমি
খেলার সময় দাও,
খেলার সাথী ডাকলে কেন
তুমি রেগে যাও?

হারিয়ে গেছে তোমার আঁচল 
স্নেহ শীতল ছায়া,
পড়তে বসে ঘুম আসলে
নেই তো দয়া মায়া। 

সকাল শেষে সন্ধ্যা নামে
ফুরায় দিনের আলো, 
ক্লান্ত যখন হই যে মাগো
একটু বাসো ভালো।

জানালা দিয়ে আকাশ দেখি
হাজার তারার ভিড়ে,
শৈশবটা হারিয়ে গেলে 
আসবে না আর ফিরে। 

ছেলেবেলায় স্কুলে যেতে
আমার মতো তুমি, 
এমনি করে কাটত কী দিন
শুধাই তোমায় আমি?

রান্না বাটি পুতুল বিয়ে 
হরেক রকম খেলা,
ঘর ভর্তি সবার সাথে 
কেটেছে ছোটবেলা। 

দাও ফিরিয়ে আমার শৈশব 
চাইছি হাত পেতে, 
রাখব তাকে হৃদয় মাঝে 
শৈশবে ফিরে যেতে।

ডিআইএ
আর্কাইভ