• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কবিতার জন্ম

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ১১:২৩ পিএম

কবিতার জন্ম

সুপ্রীতি দাস

কবিতার গর্ভ যন্ত্রণা নিয়ে অবসরে কলম ধরি,
ভাষা আর ভাবনার মাঝে অনুভব মুক্তি খুঁজে বেড়ায়।
গভীর রাতে দিকশূন্যপুরে শব্দ হাতড়ে মরি
পান্ডুলিপির পাতায় পাতায় মন পলাশীর পদাবলি।
ঋতুচক্রের সাথে সাথে বদলে যায় কবিতার ছবি
কখনো রং কখনো তুলি অপর্যাপ্ত হয়ে পড়ে।
তাই তো তাকে মনের রঙে রাঙাই শব্দের আখরে
কবিতাকে সাজাই রুপোলি রাংতার শরীরে।
বসন্তের কবিতা লিখতে চেয়েছি বারংবার
হেমন্তের শিশিরে ভিজে গেছে যাবতীয় অনুভূতি।
পৌষালি মিঠে রোদে সেঁকে নিয়েছি যত বিরহ
ঝরা পাতার সাথে ঝরে গেছে রাত জাগা চোখের মুক্তোমালা
বুকের ভেতর নীরব থাকে নিহত পলাশের রক্তিম শোকগাথা। 
আর্কাইভ