তৃপ্তি রায় চৌধুরী
হয়তো ছিলাম অতি নগণ্য অতি অনামি
কিন্তু তোমার সাথে কাটানো আমার
প্রতিটি মুহূর্ত ছিল সোনার চেয়ে দামি।
ভয়ে আকাশের চাঁদটাও থমকে ছিল
তোমায় আমায় দেখে
কিছু রঙিন স্বপ্ন দিয়েছিলাম চাঁদের বুকে এঁকে।
ছোট্ট নদীটাও তোমার-আমার কথা নিয়েছিল শুনে
বললো, আসবে তো আবার...
লাল মাটির ওই সবুজ পথটা চিনে?
বাতাসটা গুনগুনিয়ে গেয়েছিল গান
সেই সুরেতেই রইলো বাঁধা তোমার আমার প্রাণ।
পাখিরাও জানিয়েছিল তাদের মনের খুশি
বলেছিল হারিও না তোমাদের ওই মুখের মিষ্টি হাসি।
বাউলের একতারাতে ফিরে পেলাম সুর
তোমার আমার মন হারালো আবার বহুদূর।
ডিআইএ/এফএ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন