মণিকর্ণিকা ভারতী
আকাশপানে চেয়ে বলি পারলে
এবার নদী হবো,
অবিশ্রান্ত বারিধারা ধরায়
পড়ে জন্ম নেবো।
প্রবল গতিতে এগিয়ে গিয়ে শুষ্ক
মাটির তৃষ্ণা মিটিয়ে,
বৃক্ষ, তৃণ পাখপাখালি
সবুজে সবুজে দেবো ভরিয়ে।
আমার গাঙে নৌকা নিয়ে
মাঝি গাইবে ভাটিয়ালি,
উড়িয়ে পাল দাঁড়ের সাথে
মৎস্য করবে মিতালী।
আমি নির্ঝরিণী বয়ে যাবো
মিশে সাগর মোহনায়,
সত্যি বলছি, এবার নদী হবো
মিশবো...
গঙ্গা কিংবা যমুনায়।
এফএ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন