প্রদীপ কুমার মাইতি
রাঙাবে আকাশ রঙিন প্রভাত
বসন্ত এলো ফিরে,
ধরার মাঝে সবুজ পাতায়
ফুলে ফুলে ভরে।
বসন্ত আজ ফাগুন হাওয়ায়
আগুন জ্বালায় মনে,
মনের বন্ধ দুয়ার খোলে
তোমার আগমনে।
মাতবো গানে রবিঠাকুরের
বসন্ত উৎসবে,
নজরুল ও হৃদয় মাঝে
কবিতা গানে রবে।
শিমুল পলাশ আবির মেখে
ঢাকবে সবুজ বন,
বসন্তে আজ রঙের খেলায়
ভাসবে রঙিন মন।
আকাশ কোলে কৃষ্ণচূড়া
খেলছে আবির খেলা,
হলুদ রঙে আবির মেখে
রাধাচূড়ার মেলা।
জাগবে প্রাণে প্রেমের তুফান
বসন্ত উৎসবে,
ভালোবাসার আবির রঙে
প্রাণের কলরবে।
আম্রমুকুলের মাতাল গন্ধে
চারিদিক মাতোয়ারা,
গাছের ডালে কোকিল কণ্ঠ
গানে গানে দিশেহারা।
ফুলের বনে অলির গানে
প্রেমের বার্তা দেয়,
ফাগুন মনে কবির কলম
কবিতায় কথা কয়।
মনে যত আছে গাঁথা
দুঃখ অভিমান,
সব ভুলে আজ রঙের খেলায়
উথলে ওঠে প্রাণ।
বসন্ত তোর স্মৃতির ভেলায়
স্বপ্নের জাল বুনি,
জাতপাতের রং মুছে দিয়ে
গড়ব জন্মভূমি।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন