• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

অস্তিত্ব

প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৪:০৮ পিএম

অস্তিত্ব

আশা সরকার

খুব জানতে ইচ্ছা করছে সাগর 
তোমার কীসের এত রাগ 
বালুচরের ওপর?

সারাদিন গর্জন করছ ফুঁসছ
আছড়ে পড়ছ প্রতিবার  
আঘাতে আঘাতে চুরমার করছ
বালুচরের হৃদয়।
 
তবুও নিঃশ্চুপ বালুচর 
প্রতিক্ষণ দুমড়ে-মুচড়ে একাকার 
আঘাত সয়ে সয়ে যেন পাথর।

এই ব্যথা বোঝার কেউ নেই 
কেউ শুনতেও চায় না মনের কথা 
চোখ বুজে বুক পেতে আঘাত সইছে প্রতিবার
প্রতিদানে ফিরিয়ে দিচ্ছে ভালোবাসা তার।

হাজার হাজার মানুষ তোমার আকর্ষণে 
তোমার পানে ধায় ...
বালুচরকে মাড়িয়ে 

বালুচর হাসিমুখে সহ্য করে সহসায়
কারণ বালুচরের জগৎ তোমাকে ঘিরে সাগর 
তাই ভালোবাসো কিনা জানি না?

কিন্তু বালুচরের অস্তিত্বকে
অস্বীকার করো না সাগর।
আর্কাইভ