শিবানী চ্যাটার্জ্জী
সেদিনের সেইদিন ছিল পূর্ণিমার আলোর আকাশ
তোমার আমার প্রেমের মাঝে মধুর সুরের বাতাস।
রাতভর যেন কলঙ্কের দাগ সিক্ত শরীরের মাঝে
তবুও যেন আকুলতার প্রেম দুই হৃদয়ের ভাঁজে।
কৃষ্ণ রাইয়ের প্রেমের বাঁশরী বেজেছিল সেই ক্ষণে
তুমি আর আমি ছিলাম যেন দুজনেই আনমনে।
যমুনা তীরে চাঁদের আলোয় ছিল যে প্রেমের সুখ
প্রেমের গরবে গরবিনী হয়ে ভুলেছি সকল দুখ।
মনের জোয়ারে ভেসেছিল যেন উজানে এক তরী
জোয়ার ভাটা দুলকি চালে ছিল আমাদের সহচরী।
জীবনের সব স্বপ্নগুলোর সাথে রঙিন কাব্য মালা
গানের মতো সুরের বাহারে ভরিয়ে তুলেছে ডালা।
রং-বেরঙের ফুলের সুবাসে ভরিয়েছে দুটি মন
হাতে হাত রেখে জ্যোৎস্নায় প্রেমের প্রতিজ্ঞায় পণ।
সে দিনের সেই দিন যেন স্মৃতির ক্যানভাসজুড়ে
রং-তুলিতে রাঙানো ছবিরা মনের আঙিনা ঘুরে।
প্রেমের প্রদীপ শিখা যেন সেই মিটিমিটি করে জ্বলে
সলতে ভিজিয়ে রেখে গহনে হাতে হাত রেখে বলে।
চিরকাল সেই দিনের রাত যে আমায় কাছে ডাকে
তোমার আমার জীবন নদীর পথের মাঝের বাঁকে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন