ঝুমা মল্লিক
যে মেয়েটি আগুন রাখে মনে
সেই মেয়েকে, তোমরা চিনবে শুধু ফাল্গুনে?
যে মেয়েটি জ্বলছে হাজার বছর
তার জন্য আজ সাজাবে আসর?
যে মেয়েটির ছাইরঙা শাড়ি,
আজ শুধু অভিবাদন, এ কিন্তু বাড়াবাড়ি!
যে মেয়েটি আজীবন বোবা, অন্ধ
তার জন্য কতবার করবে সব দরজা বন্ধ?
যে মেয়েটি আগুন নিয়ে বাঁচে
কতবার পুড়িয়ে মারো, পাপি হাত রাখো জানলার কাচে?
যে মেয়েটি ভালোবাসায় দীর্ঘদিন মরে
কাপুরুষ পালিয়ে বেড়ায়, ভালোবাসা বিক্রি করে নতুন দরে
যে মেয়েটি নিপুণতায় সাজায় সংসার,
তার জন্য শুধুই অবহেলা, নেই কোনো প্রতিকার।
যে মেয়েটির চোখে নোনা জলের ঢেউ,
সেই মেয়েকে ভালোবাসেনি কেউ।
যে মেয়েটির বুকে আগুন আগুন খেলা।
তার শরীর ভাসিয়ে দিলে, অচেনা কোন সে ভেলা?
যে মেয়েটির শরীর ছুঁয়ে করলে অপবিত্র
তোমরা জানো, সে কোনো মায়ের কুপুত্র।
যে মেয়ে বাঁচবে বলে দীর্ঘবছর মৃত,
তার জন্য আজ প্রদীপ জ্বালাও, কোন সে ঘৃত?
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন