• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

হেমন্তের উদাস বেলা

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১১:১০ পিএম

হেমন্তের উদাস বেলা

তৃপ্তি রায় চৌধুরী

তোমার সাথে সাথে আমিও যে হয়েছি চুপ
শান্ত পুকুরের জলে নেই ঢেউ
গাছেরাও হয়েছে নিশ্চুপ।
এ যেন হেমন্তের উদাস বেলা
ঝরে পড়ে কত পাতা
কারও থাকে অপেক্ষার পালা।
হৃদয় আঙিনাজুড়ে বিষাদের সুর
ধূসর গোধূলি বেলায় স্মৃতিরা হাতড়ে চলে
দূর বহুদূর... 

আশা নিরাশার দোলায় চাতক হৃদয় যেন
একবিন্দু বারি মরুভূমির বুকে উছলে চমকানো। 

পিপাসিত মরুভূমির সহসা ভাঙে ভুল
তুমি কি শুধুই মরীচিকা?

ভরবে না কি আর 
তৃষিত হৃদয়ের কূল...
আর্কাইভ